ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্লিকারে ৫০০ কোটি ছবি আপলোডের রেকর্ড!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
ফ্লিকারে ৫০০ কোটি ছবি আপলোডের রেকর্ড!

নতুন মাইলফলক অতিক্রম করেছে ফটো শেয়ারিং সামাজিক সাইট ফিকার। এ মুহূর্তে ফিকারে ৫০০ কোটি ছবি আপলোড করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

কানাডার ভ্যানক্যুভার শহরের উডওয়ার্ড ভবনের ছবিটি হচ্ছে ফিকারে আপলোড করা ৫০০ কোটিতম ছবি। ইউরুন নামে এক ফিকার ব্যবহারকারী এ ছবি আপলোড করেন। অন্যদিকে একটি পুরাতন ভাঙ্গাচোরা দরজা ছিল ফিকারে আপলোড করা ৩০০ কোটিতম ছবি। পুনিমো নামে এক মহিলার ছবি ছিল ফিকারে আপলোড করা ৪০০ কোটিতম ছবি।

ফিকার সূত্র জানিয়েছে, এ মুর্হূতে ফিকারে প্রতি ৩০ সেকেন্ডে তিন হাজার ছবি আপলোড হচ্ছে। তবে ফেসবুকের তুলনায় ফিকারে আপলোড করা ছবির পরিমাণ অনেক কম। কারণ এ মুহূর্তে ফেসবুকে আপলোড করা ছবির সংখ্যা এক হাজার ৫০০ কোটি। আর প্রতি সপ্তাহে ফেসবুকে ২২ কোটি ছবি আপলোড করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।