ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাপলিকেশনে দু স্তরবিশিষ্ট নিরাপত্তা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
গুগল অ্যাপলিকেশনে দু স্তরবিশিষ্ট নিরাপত্তা

নতুন নিরাপত্তা কাঠামো যুক্ত হয়েছে গুগল অ্যাপলিকেশনে। এখন থেকে অনলাইনভিত্তিক গুগল অ্যাপলিকেশন ব্যবহারে দু স্তরের ভেরিফিকেশন অথেন্টিকেশন লাগবে।

প্যারিসে অনুষ্ঠিত গুগল অ্যাটমোসফেয়ার সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গুগল সূত্র জানিয়েছে, এরই মধ্যে উন্মুক্ত হওয়া গুগল অ্যাপলিকেশন প্রিমিয়ারের অ্যাডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট সংস্করণে দু স্তরের অথেন্টিকেশন থাকা সত্ত্বেও আরও এক স্তরের নিরাপত্তা যুক্ত করা হয়েছে। এ স্তরে মোবাইল ব্যবহারকারীকে ইউজার নাম, পাসওয়ার্ডের পাশাপাশি ভেরিফিকেশন কোড ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে।

অন্যদিকে মোবাইলভিত্তিক গুগল অ্যাপলিকেশন ব্যবহারকারীকেও লগইন করতে ইউজার নাম, পাসওয়ার্ড লেখার সঙ্গে আরও একটি কোড লিখতে হবে। যা স্বয়ক্রিয়ভাবেই ব্রাউজার পর্দায় প্রদর্শিত হবে।

উল্লেখ্য, আগামী মাসে গুগল অ্যাপলিকেশনের স্ট্যান্ডার্ড সংস্করণ উন্মোচনের সম্ভাবনা আছে। এ সংস্করণেও নতুন এ নিরাপত্তা কাঠামো যুক্ত করা হবে বলে গুগল সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।