ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টাইলিশ এবং স্লিক ডিজাইনের ভিভো ভি২৩ই এর যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
স্টাইলিশ এবং স্লিক ডিজাইনের ভিভো ভি২৩ই এর যাত্রা শুরু

ঢাকা: ফ্যাশনপ্রেমী তরুণদের জন্যে স্মার্টফোন বাজারে এলো ভিভোর নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২৩ই।
 
সেলফি ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ভিভো ভি২৩ই, ভিভোর ভি সিরিজের পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে।

ভিভো ভি২৩ই’তে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে স্টেলার ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। একইসঙ্গে এআই এক্সস্ট্রিম নাইট পোর্ট্রেট এবং মাল্টি স্টাইল পোর্ট্রেটের মতো বৈচিত্র্যময় পোর্ট্রেট মোড যুক্ত হয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে।
 
৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিতে আলাদা স্বাদ এনে দেবে এসব পোর্ট্রেট মোডগুলো। তোলা যাবে সৃজনশীল সেলফি।
 
এছাড়া স্মার্টফোনটির ডাবল এক্সপোজার মোড, আপগ্রেডেড ডুয়াল ভিউ ভিডিও এবং স্টেডিফেস সেলফি ভিডিও প্রযুক্তি স্মার্টফোনটির শ্যুটিং অভিজ্ঞতাকে আরও চমৎকার করবে।
 
অনেক ফটোগ্রাফার রাতের ছবি তুলতে ভালোবাসেন। কিন্তু অনুন্নত স্মার্টফোনের ক্যামেরার জন্য সেই শখ অনেক সময় পূরণ হয় না। ভিভো ভি২৩ই এই সীমাবদ্ধতাকে দূর করবে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের নাইট ক্যামেরা।
 
ভিভো ভি২৩ই’র র‌্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট। তবে, স্মার্টফোনটির এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির কারণে আরও ৪ গিগাবাইট র‌্যাম বাড়ানো যাবে। অর্থাৎ, ভিভো ভি২৩ই স্মার্টফোনে মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম পাবেন ব্যবহারকারীরা।
 
চমৎকার ব্যাটারি পাওয়ার ও প্রসেসর থাকার পরেও স্মার্টফোনটির ডিজাইনের সঙ্গে কোনো আপপ করেনি ভিভো। ভিভো ভি২৩ই’র থিকনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। এন্টি গ্লেরিয়েন্ট গ্লাস ডিজাইন স্মার্টফোনটিকে সিলকি এবং স্মুথ লুক দিয়েছে।
 
অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১২ দিয়ে পরিচালিত হচ্ছে ভিভো ভি২৩ই। ব্যাটারিটি ৪০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার। ব্যাটারিটির চার্জ ধারণ ক্ষমতাকে শক্তিশালী করতে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।
 
ভিভো ভি২৩ই স্মার্টফোনটির জন্য গত ৭ ফেব্রুয়ারি থেকে প্রি-বুকিং দেওয়া যাচ্ছে। প্রি-বুকিংয়ের এই সুযোগ থাকবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
স্মার্টফোনটি পাওয়া যাবে মুনলাইট শ্যাডো এবং সানশাইন কোস্ট রঙে। ভিভো ভি২৩ই স্মার্টফোনটির বাজার মূল্য ২৭,৯৯০ টাকা।  
 
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।