ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্রেতাদের আগ্রহে কিউবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২
ক্রেতাদের আগ্রহে কিউবি

ঢাকা: বেসিস সফট এক্সপো’তে ইন্টারনেট মডেম কিউবি’র প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। তরুণরা ছাড়াও বিভিন্ন বয়সী ক্রেতাদের ভীড় রয়েছে কিউবি’র স্টলে।



কিউবি’র বিশেষ প্যাকেজ ‘সুপার ভেল্যু প্যাক’ নিয়ে রয়েছে ক্রেতাদের বিশেষ আগ্রহ। এ অফারে মাত্র ৫০০ টাকায় ২৫৬ কেবিপিএস স্পিডে ব্যবহার করা যাবে ৩ গিগাবাইট। তবে অতিরিক্ত ব্যবহারের জন্যে প্রতি মেগাবাইটে খরচ হবে মাত্র ১৫ পয়সা করে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান বাংলানিউজকে বলেন, কিউবি বর্তমানে বেশ কয়েকটি আকর্ষণীয় সাইজের মডেম বাজারে এনেছে। এ মডেমগুলো বহন করতেও বেশ সুবিধা। বিশেষ করে রাজধানী ঢাকায় কিউবি’র নেটওয়ার্ক অন্য যে কোনো অপারেটরের তুলনায় ভালো বলে জানায় রাতুল।

ব্রডব্যান্ডসহ অন্যান্য ইন্টারনেট সংযোগগুলো বর্তমানে নেটওয়ার্কিং কানেকটিভিটির ক্ষেত্রে কিছুটা দূর্বল অবস্থায় থাকায় কিউবি’র চাহিদা বাড়ছে বলে জানান বিক্রয় কর্মকর্তা রাশেদুল ইসলাম।

তিনি জানান ঢাকা ছাড়াও চট্টগ্রাম এবং সিলেটে বেশ ভাল নেটওয়ার্ক রয়েছে কিউবি’র।

কিউবি’র প্রি-পেইড এবং পোস্ট পেইড উভয় ধরনের প্যাকেজ রয়েছে। স্ক্যাচ কার্ডের মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করে ব্যবহার করা যাবে প্রিপেইড মডেম। সর্বনিম্ন ১০০ টাকার কার্ড সরবরাহ করছে কিউবি।

পোস্টপেইড প্যাকেজে মাসিকভাবে বিল পরিশোধ করতে হয়। এ ক্ষেত্রে রয়েছে বিভিন্ন অফার। পোস্টপেইড প্যাকেজে ৫১২ কেবিপিএস স্পীডে ৬ গিগাবাইট দেওয়া হচ্ছে ৮৫০ টাকায়। ১২ গিগাবাইট ৯৫০ টাকায়, ২৪ গিগাবাইট ১ হাজার ১৫০ টাকায়।

এ ক্ষেত্রে বিশেষ প্যাকেজ ‘স্কাই’ রয়েছে ১ হাজার ২৫০ টাকায়।

পোস্টপেইড প্যাকেজে সর্বোচ্চ ২ এমবিপিএস স্পিডে ৬ গিগাবাইট ২ হাজার ২৫০ টাকায় অফার করছে কিউবি। ২৪ গিগাবাইটের অফার রয়েছে ৪ হাজার ৫০০ টাকায়। এ ক্ষেত্রে স্কাই প্যাকেজের মূল্য ৫ হাজার ২৫০ টাকা।

তবে ‘স্কাই’ প্যাকেজর আওতায় বাড়তি ব্যবহারের জন্যে অতিরিক্ত কোনো বিল দিতে হবে না।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।