ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিসিএল-রবি টাওয়ার শেয়ারিং চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
বিটিসিএল-রবি টাওয়ার শেয়ারিং চুক্তি

ঢাকা: বিটিসিএল এবং রবির মধ্যে টাওয়ার শেয়ারিং সংক্রান্ত সার্ভিস লেভেল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

ইস্কাটনে বিটিসিএলের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে গত ১৭ ফেব্রুয়ারি বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশীদ এই এগ্রিমেন্টে স্বাক্ষর করেন।

এসময় বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে রোববার বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমআইএইচ/জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।