ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ অ্যাপ কনটেস্ট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
উইন্ডোজ অ্যাপ কনটেস্ট

মাইক্রোসফট বাংলাদেশ এবং প্রিয়.কমের যৌথউদ্যোগে ‘উইন্ডোজ ফোন অ্যাপ’ প্রতিযোগিতায় আগ্রহী প্রতিযোগীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সবমোট চারটি পর্বে ৩০ জন প্রতিযোগী দিনব্যাপী এসব প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

গত ১৮, ১৯, ২৫ এবং ২৬ ফেব্রয়ারি মাইক্রোসফট বাংলাদেশ অফিসে উইন্ডোজ ফোন অ্যাপ নির্মাণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন পর্ব সফটওয়্যার ডেভলপার তানজিম সাকিব। প্রশিক্ষণে প্রতিযোগিদের হাতেকলমে অ্যাপ নির্মাণ সম্পর্কে শেখানো হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এসব প্রশিক্ষণে অংশ নেন ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভলপাররা।

প্রিয়.কম সূত্র জানিয়েছে, বাংলাদেশে কিছু ভালো মানের সফটওয়্যার ডেভলপার তৈরি করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। এ ছাড়াও প্রতিযোগী কিংবা সফটওয়্যার ডেভলপ করতে আগ্রহীদের পাশে সবসময়ই থাকবে প্রিয়.কম।

এ প্রশিক্ষণ সম্পর্কে পরিচালক তানজীম সাকিব বলেন, বেশ কজন আগ্রহী প্রতিযোগী প্রশিক্ষণ নিয়েছেন, যাদের কাছ থেকে নতুন কিছু অ্যাপলিকেশন পাওয়া যাবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সফটওয়্যার  ডেভলপমেন্টের বিষয়ে আরও উৎসাহী হবে।

আগামী ২৬ মার্চ পর্যন্ত অ্যাপলিকেশন জমা দেওয়া যাবে। এর মধ্যে সেরা অ্যাপ বিজয়ী পুরস্কার পাবেন নগদ এক লাখ টাকা। এ ছাড়াও আছে আরও নয়টি পুরস্কার। আগ্রহীর (http://tech.priyo.com/WPAppCon/terms.html) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।