ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরমাণু প্রযুক্তিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নিউক্লিয়ার টেন্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
পরমাণু প্রযুক্তিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নিউক্লিয়ার টেন্ট’

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং পরমাণু প্রযুক্তির নিরাপদ ও বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ পরমাণু তথ্যকেন্দ্র ‘নিউক্লিয়ার টেন্ট’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করেছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত এ নিউক্লিয়ার টেন্ট আয়োজনে সহায়তা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন (রসাটম)।

দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, গেইমস, বড় ক্যানভাসে ডুডলিং, সৌজন্যমূলক বিভিন্ন বুকলেট, তথ্যসমৃদ্ধ লিফলেট ইত্যাদি।

সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী এবং প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় সুভেনির। বিভিন্ন বয়সের দুই শতাধিক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এসকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।