ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ হাজারে ১৮ ইঞ্চি মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১, ২০১২
৮ হাজারে ১৮ ইঞ্চি মনিটর

স্টাইলিশ ‘জিএল৯৩০এ’ বেনকিউ এলইডি মনিটর এসেছে দেশে। মূল পর্দা ১৮.৫ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রশস্ত পর্দার এ মনিটর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, ছোট অফিস ও শিক্ষাসহায়ক টুল হিসেবে ব্যবহারযোগ্য। মনিটরের রঙ কালো। এ মুহূর্তে দাম ৮ হাজার ৭০০ টাকা।

পারদ মুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব (এনার্জি স্টার ৫.০) মনিটরটির রেজুলেশন ১৩৬৬ বাই ৭৬৮। এটি বিদ্যুৎ সাশ্রয়ী। চোখের জন্য আরামদায়ক এ মনিটরটি স্থিরচিত্র ও মুভি দেখা, ইন্টারনেট ব্রাউজ, গেমস খেলার জন্য বিশেষ উপযোগী।

এখন ঢাকার বিসিএস কমপিউটার সিটি, এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজা, মাল্টিপ্ল্যান সেন্টার কমপিউটার মার্কেটসহ প্রায় সারাদেশেই এ মনিটর পাওয়া যাচ্ছে। অনুসন্ধানে: কমভ্যালি। হ্যালো: ০১৮১৭ ২৯৯০৭০।

বাংলাদেশ সময় ১৮২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।