ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের ডিজিলাইজেশন নিয়ে কাজ করছে ট্রানশান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
দেশের ডিজিলাইজেশন নিয়ে কাজ করছে ট্রানশান

ঢাকা: মোবাইল ইন্ডাস্ট্রি এবং দেশের ডিজিলাইজেশন নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক।

তিনি বলেন, ‘ট্রানশানের তিনটি জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে- টেকনো, আইটেল এবং ইনফিনিক্স।

এই তিন ব্র্যান্ডই আলাদা আলাদাভাবে কাস্টমারদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ট্রানশান বাংলাদেশ লিমিটেড আয়োজিত মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ সিওও শ্যামল সাহা, হেড অব মার্কেটিং আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রেজওয়ানুল হক আরও বলেন, আমরা চলার পথে সব সময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সেটাই প্রত্যাশা। ট্রানশান পরিবার থেকে আমাদের চেষ্টা থাকবে আইসিটি সেক্টরে যে সব সাংবাদিক ভাইয়েরা কাজ করেন তাদের নিয়ে এগিয়ে যেতে, যাতে ট্রানশান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়। আমাদের পাশে থাকার জন্য আবারো আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।