ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে: পলক

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে: পলক কথা বলছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বুধবার (৮ জুন) রাজধানীর কেআইবি মিলনায়তনে ব্লকচেইন অলিম্পিয়াডের সমাপনী আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা করেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আমরা একটি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করবো।

এই উদ্যোগে তরুণরাই প্রধান। আর তাদের হাত ধরেই বিশ্বের কাছে বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং, ক্ষুদ্রঋণ থেকে শুরু করে কোন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন আরো নিরাপদ করা সম্ভব। এমন আয়োজন এই প্রযুক্তি সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন বিষয়ে উৎসাহিত করতে আইসিটি বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০টি দল ছাড়াও অংশগ্রহণ করেন ১০টি প্রফেশনাল দল। এই ৬০টি দলের মধ্য থেকে সেরা দল নির্বাচিত করা হয়। এবছর অলিম্পিয়াডে ১৮০টি প্রজেক্ট জমা পড়ে। সমাপনী আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।