ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাদারের প্রিন্টার সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৫, ২০১২
ব্রাদারের প্রিন্টার সম্মেলন

পাবনার প্রশান্তি ভুবন রিসোর্টে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে বিখ্যাত ব্রাদার প্রিন্টারের দিনব্যাপী ডিলার সম্মেলন অনষ্ঠিত হয়। সূত্র এ তথ্য জানিয়েছে।



এ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার। এতে অংশগ্রহণ করেন ঈশ্বরদী, নাটোর এবং পাবনা জেলার বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের ৪৭ জন বিক্রয় প্রতিনিধি।

সবমোট দু পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো ব্রাদার প্রিন্টার সার্ভিসিংয়ে বাস্তবিক প্রশিক্ষণ। এ ছাড়া দ্বিতীয় পর্বে ব্রাদার প্রিন্টারের প্রযুক্তিগত কার্যকারিতা ও ব্যবহারিক প্রয়োগের বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশ সময় ২০০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।