ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৯ হাজারে ল্যাপটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
৩৯ হাজারে ল্যাপটপ

দেশে ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ‘এন ৪০৫০’ মডেলের নতুন ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

কালো রঙের কভারের এ ল্যাপটপের বৈশিষ্ট্য ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়ালকোর প্রসেসরের। বাজেট সাশ্রয়ী এ মাল্টিমিডিয়া ল্যাপটপে আছে ইন্টেল এইচএম ৬৭ চিপসেট, ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক।

আর বিনোদনমাধ্যমে আছে ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, বিল্টইন ইন্টেল গ্রাফিকস, ওয়্যারলেস ল্যান, এইচডি অডিও, বিল্টইন স্পিকার, ইথারনেট ল্যান, ইউএসবি ৩.০/২.০ পোর্ট সুবিধা।

সঙ্গে আছে সুদৃশ্য ল্যাপটপ ব্যাগ। এ মুহূর্তে দাম ৩৯ হাজার টাকা। হ্যালো : ০১৭১৩২৫৭৯০৬, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় : ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।