ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ কিনলেই জুম

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১২
ল্যাপটপ কিনলেই জুম

ল্যাপটপ ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ সুবিধা আরও সহজ করতে নতুন ক্রেতাদের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



এ জন্য দেশের দ্রুত সম্প্রসারণশীল মোবাইল ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, এখন থেকে কমপিউটার সোর্সের যে কোনো আউটলেট থেকে ফুজিৎসু, ডেল ও এইচপি ব্রান্ডের ল্যাপটপ কিনলে একটি ডিসকাউন্ট কুপন দেওয়া হবে।

এ কুপন এবং ল্যাপটপ ক্রয়ের চালানপত্র দেখিয়ে ক্রেতারা নির্দিষ্ট সিটিসেল কাস্টমার পয়েন্ট থেকে জুম আল্ট্রা মডেম ক্রয়ে ২৫ ভাগ ছাড় পাবেন। অবশ্য এজন্য ব্যবহারকারীর নিবন্ধন ফরম এবং চালান পত্রের নম্বর অভিন্ন হতে হবে। আর শুধু প্রিপেইড সংযোগ গ্রহণে এ অফার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২০০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।