ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলানিউজ-আইইউবি

জাতীয় প্রতিযোগিতার নিবন্ধন শেষ হচ্ছে

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১২
জাতীয় প্রতিযোগিতার নিবন্ধন শেষ হচ্ছে

বাংলানিউজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথউদ্যোগে ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড২০১২’ প্রতিযোগিতার আয়োজন করেছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় উদ্ভাবনী ও আন্তঃকলেজ গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হচ্ছে।

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ যৌথউদ্যোগে আগামী ১৫ মার্চ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

এখন পর্যন্ত উদ্ভাবনী প্রতিযোগিতায় সারাদেশ থেকে ২০টিরও বেশি প্রকল্প জমা পড়েছে। এর মধ্যে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে গণিত অলিম্পিয়াডের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন দেড়শ শিক্ষার্থী। প্রতিমুহূর্তেই এ নিবন্ধনের সংখ্যা বাড়ছে। নিবন্ধনের জন্য তিনটি পদ্ধতি আছে। অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। সঙ্গে ফোনেও নিবন্ধন করা সম্ভব।

কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইন ও ফোনের মাধ্যমে নিবন্ধনের সময় শেষ হচ্ছে। তবে আয়োজক সূত্র জানিয়েছে, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বসুন্ধরা ক্যাম্পাসে এসে সরাসরি নিবন্ধন করা যাবে। আগ্রহীরা তথ্যের প্রয়োজনে (০১৯৬০ ৭৬৩৭৪৫, ০১৯২৪ ০৮২৪৮৪) এ দুটি নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময় ২১২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।