ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার এখন আরবী ফার্সি হিব্রু এবং উর্দুতে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১২
টুইটার এখন আরবী ফার্সি হিব্রু এবং উর্দুতে

প্রথমবারের মত ভিন্ন ভাষার কয়েকটি সংস্করণ সেবা কার্যক্রমে যুক্ত করেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। ইংরেজীর পাশাপাশি এখন থেকে আরবী, ফার্সি, হিব্রু ও উর্দু সংস্করণ পাওয়া যাবে টুইটারে।

এ প্রসঙ্গে টুইটার জানিয়েছে, প্রায় ১৩ হাজারের মত স্বেচ্ছাসেবক নির্ধারিত সংস্করণগুলোর মেনু, অপশন এবং সাপোর্ট পেজের ভাষান্তরে সহায়তা প্রদান করেছে।

এছাড়া বিশেষজ্ঞদের মতে, টুইটারের এমন উদ্যোগ সাধারণ মানুষকে তাদের সেবা ব্যবহারে আরো উৎসাহিত করবে। এমনকি রাজনীতিবিদদের এখানে পাওয়া যাবে যার ফলে তাদের দৈনন্দিন জীবনের ঘটনাবলীর ভিত্তিতে টুইট করার সুযোগ পাবে ব্যবহারকারীরা। ফলে জন সম্পৃক্ততা আরো নিবিড় হবে।

টুইটার ব্লগে জানানো হয়েছে, ভাষান্তর কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সৌদি ব্লগার, ইরানি তথ্যপ্রযুক্তিবিদ এছাড়া আরবী ভাষায় টুইটার প্রচারাভিযানে অংশ নেওয়া সাধারণ মানুষসহ একজন বিবিসি সাংবাদিক অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, যাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের দেশে টুইটার সেবা ব্লক।

অংশগ্রহণকারীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের নিজ নিজ ভাষায় টুইটার ব্যবহার করতে পারবে বলে মনে করছে টুইটার কর্তৃপক্ষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।