ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন কমপিউটার ক্লাবের সূচনা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
নতুন কমপিউটার ক্লাবের সূচনা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ কমপিউটার ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।



কমপিউটার বিজ্ঞান বিভাগের প্রধান শহিদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডব্লিউআইটির সভাপতি লুনা সামসুদ্দোহা, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম নুরুল ইসলাম ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কমপিউটার ক্লাবের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী আইসিটি প্রতিযোগিতা, কুইজ, গেম প্রতিযোগিতার আয়োজন করা হয়। গেমিং এবং কুইজ প্রতিযোগিতার সহযোগী হিসেবে কাজ করে ইনটেল।

বাংলাদেশ সময় ২০২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।