ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাং ‘গ্যালাক্সি পকেট’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
স্যামসাং ‘গ্যালাক্সি পকেট’

এরই মধ্যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১২’-র পর্দা নেমেছে। বিশ্ব প্রযুক্তিপণ্য নির্মাতাদের সবচেয়ে বড় এই সম্মেলনে বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের অধিক উন্মাদনার সর্বশেষ পণ্যের জানান দিয়েছে।



এ আসরে ক্যাটাগরিভিত্তিক অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সেরা বিজয়ীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। যে তালিকার স্থান লাভ করেছে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি কয়েকটি পণ্য নিয়ে হাজির হয়েছিল।

যার মধ্যে রয়েছে অধিক সাশ্রয়ী মূল্যের ‘গ্যালাক্সি পকেট’ ২৪০ বাই ৩২০ পিক্সেলে গঠিত ২.৮ ইঞ্চি পর্দার পণ্যটির ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

এর হার্ডওয়্যার শক্তিতে আছে ৮৩২ মেগাহার্জ সিপিইউ যা অ্যান্ড্রুয়েড ২.৩ অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ ক্ষমতার। অন্যান্য ফিচারগুলোর মধ্যে আছে ৩ জিবি ইন্টারনাল মেমোরি ছাড়াও বাড়তি মেমোরির জন্য আছে মাইক্রো এসডি কার্ড, থ্রিজি সাপোর্ট ওয়াই ফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি. জ্যাক এবং ১২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।

নির্মাতা সূত্র মতে, এর ফিক্সড ফোকাস ক্যামেরাটি পণ্যের সঙ্গে মানানসই। এছাড়া প্রকাশিত খবর অনুযায়ী, এটি গ্যালাক্সি ওয়াই এর মতো আকর্ষণীয়। অবশ্য পণ্য দু`টির পর্দার আকারে কিছুটা ব্যবধান রয়েছে। কারণ গ্যালাক্সি ওয়াই এর পর্দা ৩ ইঞ্চি।

স্যামসাং আশাবাদী এ বছরের শেষে গ্যালাক্সি পকেট বিশ্ববাজারে পৌঁছাবে। তবে দাম সম্পর্কে কিছু না জানা গেলেও আনুমানিক মূল্য ১৪০ ইউএস ডলারের আশপাশেই হবে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।