ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৬ হাজারে হোম থিয়েটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
২৬ হাজারে হোম থিয়েটার

সঙ্গীতপ্রেমীদের এসেছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের নতুন একটি মডেলের হোম থিয়েটার স্পিকার। ‘গান যাই হোক না কেন, এফঅ্যান্ডডি মাল্টিমিডিয়া স্পিকারে শুনুন আপনার পছন্দেরটি’ বার্তা নিয়ে বাজারে আসা এ স্টাইলিশ স্পিকারটি পাওয়া যাচ্ছে।



এফঅ্যান্ডডি ‘এফ৫০৯০’ মডেলের রিমোট নিয়ন্ত্রিত ৫.১ হোম থিয়েটার সিস্টেম মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকায়।

স্টাইলিশ এ হোম থিয়েটার স্পিকার সিস্টেমটি সম্পূর্ণ রিমোট নিয়ন্ত্রিত ডুয়্যাল সিঙ্গেল আউটপুটের। এর সাবউফার আউটপুট ৭৫ ওয়াট। এটি পাওয়া যাবে ঢাকার বিসিএস কমপিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কমপিউটার মার্কেট এবং শান্তিনগরের ইস্টার্ন প্লাস বিসিএস ল্যাপটপ বাজারে। অনুসন্ধানে: কমভ্যালি। হ্যালো: ০১৮১৭ ২৯৯০৭০।

বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।