ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞান-বক্তৃতা

আহসান কবির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞান-বক্তৃতা

আগামী ২৫ সেপ্টেম্বর ডিসকাশন প্রজেক্টের আয়োজনে চট্টগ্রাম মহানগরীর মুসলিম হলে বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দেশের অন্যতম বিজ্ঞান-বক্তা আসিফ।

শনিবার সকাল ১০.৩০টায় ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শিরোনামে বক্তৃতা প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বিগব্যাং মহাজাগতিক ঊষা’ শীর্ষক বক্তৃতার দ্বিতীয় পর্ব। বিজ্ঞান বক্তা আসিফ বাংলানিউজকে জানান, বক্তৃতাগুলো আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ সমীক্ষা সংঘ’।

তিনি জানান, ডিসকাশন প্রজেক্ট গত ১৮ বছরে দেশজুড়ে ২৪৮টি বিজ্ঞাননির্ভর বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।