ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল ‘পড’ শব্দ নিয়ে আদালতে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
অ্যাপল ‘পড’ শব্দ নিয়ে আদালতে!

অন্য প্রতিষ্ঠানের পণ্যের নামকরণে ‘পড’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে অ্যাপল। কারণ অ্যাপল এরই মধ্যে তাদের উদ্ভাবিত আইপড এ ‘পড’ শব্দটি ব্যবহার করেছে।

তাই অন্য কোনো প্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে পণ্য নির্বাচনে ভোক্তারা দ্বিধায় পড়বেন বলে অ্যাপল সূত্র জানিয়েছে।

এ মুহূর্তে সেক্টর ল্যাব নামে প্রতিষ্ঠান একটি ভিডিও প্রজেক্টর উন্নয়নে কাজ করছে। যার নাম ‘ভিডিও পড’। আর এ নিয়েই অ্যাপলের যত আপত্তি। তাই পণ্যের নামকরণে কোনো প্রতিষ্ঠানের এককভাবে পড শব্দটি ব্যবহারের অধিকার আছে কি-না তা নিয়ে যুক্তরাষ্ট্র আদালতের সম্মুখীন হয়েছে অ্যাপল।

আদালত তাদের পড নামটি ব্যবহারের প্রয়োজনীয় কাগজপত্র আগামী অক্টোবরের মধ্যে জমা দিতে বলেছে। অ্যাপল এরই মধ্যে ৮৭৩ পৃষ্ঠার একটি ফাইল আদালতে জমা দিয়েছে। আর অক্টোবরের প্রথম দিকে সেক্টর ল্যাব তাদের কাগজপত্র আদালতে জমা দেবে বলে জানানো হয়।

উল্লেখ্য, সেক্টর ল্যাব ২০০৯ সালে ভিডিও প্রজেক্টর নির্মাণের ঘোষণা দিলে তাদের সঙ্গে অ্যাপলের প্রাতিষ্ঠানিক বিরোধের সূত্রপাত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।