ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইরানে দূতাবাসের সাইট বন্ধ!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
ইরানে দূতাবাসের সাইট বন্ধ!

ইরানে এবার বন্ধ হলো ব্রিটিশ অফিসিয়্যাল ওয়েবসাইট। তেহরান সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈদেশিক সাইটের নিষেধাজ্ঞাকে বাস্তবায়ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশি মুখপাত্র হগ জানান, গত ডিসেম্বরে ইরানে ব্রিটিশ দূতাবাসের অফিসিয়্যাল সাইট বন্ধ করে দেওয়া পর। এরই মধ্যে দুটি দেশের মধ্যে আন্তঃসম্পর্ক ক্রমেই খারাপ হওয়ায় ইরান থেকে ব্রিটিশ দূতাবাসের অফিসও গুটিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ মুখপাত্র উইলিয়াম হগ জানান, যুক্তরাজ্যে প্রবাসী ইরানিদের নানা ধরনের সুবিধার জন্যই এখানে ব্রিটিশ দূতাবাস অফিস স্থাপন করা হয়েছে। এখানে যুক্তরাজ্যের চেয়ে ইরানের স্বার্থই বেশি। জনসেবার অর্থই যদি স্পষ্ট না হয়, তাহলে এখানে দূতাবাস অফিস রাখার তো কোনো প্রয়োজন নেই।

ঠিক একই কারণে গত বছরই তেহরান থেকে ব্রিটেন তার দূতাবাস অফিস প্রত্যাহার করে। এমনকি ব্রিটেন কূটনীতিককেও তুলে নেওয়া হয়। এ মুহূর্তে ওয়েবভিত্তিক তথ্যসেবাও ওপর ইরান কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ নিয়ে ইরানিদের মধ্যে ক্ষোভের সৃষ্টিও হয়েছে।

বাংলাদেশ সময় ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।