ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনে আইফোন ফোর এর বিক্রি শুরু

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
চীনে আইফোন ফোর এর বিক্রি শুরু

চীনে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ফোরের বাণিজ্যিক বিক্রি শুরু হয়েছে। এ উপলক্ষে এরই মধ্যে বেইজিং এবং সাংহাই শহরে দুটি নতুন অ্যাপল স্টোর উদ্বোধন করা হয়েছে।

আগ্রহী ক্রেতারা আইফোন ফোর উন্মোচনের ২৪ ঘণ্টা আগেই অ্যাপলের এ দুটি স্টোরের সামনে আইফোন ক্রয়ে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেছেন।

চীনভিত্তিক মোবাইল সেবাদাতা চায়না ইউনিকমের মাধ্যমে আইফোন ফোরের নেটওয়ার্ক সেবা উপভোগ করা যাবে। তাই দেশটিতে চীন ইউনিকমের সংযোগ সেবাসহ আইফোন ফোর ক্রয় করতে হবে। চীনে আইফোন ফোরের ১৬ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে চার হাজার ৯৯৯ ইয়েন। আর ৩২ গিগাবাইট সংস্করণের দাম পাঁচ হাজার ৯৯৯ ইয়েন।

উল্লেখ্য, চীনে সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে অ্যাপলের বহুল আলোচিত ট্যাবলেট কমপিউটার আইপ্যাডের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়। তার ঠিক এক সপ্তাহ পরই আইফোন ফোরের বিক্রিও শুরু হল।   

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।