ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪১ হাজারে ডেস্কটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
৪১ হাজারে ডেস্কটপ

আসুস ব্র্যান্ডের ‘বিএম ৬৩৩০’ মডেলের মাল্টিমিডিয়া ডেস্কটপ পিসি এখন দেশে। মূল পর্দা ১৮.৫ ইঞ্চি।

এ ব্র্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল এইচ ৬১ চিপসেট, ৩.৩০ গিগাহার্টজ ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৩ মেগাবাইট ক্যাশ মেমোরি, ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ইন্টেল গ্রাফিকস অন্যতম।

এ ছাড়াও বিনোদনের মাল্টিমিডিয়া অ্যাপলিকেশন ব্যবহারে আছে ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮ চ্যানেল অডিও, ৬টি ২.০ ইউএসবি, ২টি ৩.০ ইউএসবি, ১টি ভিজিএ, ১টি ডিভিআই-ডি পোর্ট সুবিধা।

এ মুহূর্তে ডেস্কটপ পিসিটির দাম ৪১ হাজার টাকা। সঙ্গে থাকছে বিক্রয়োত্তর সেবা। হ্যালো : ০১৭১৩ ২৫৭৯৪২, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।