ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন সাজে টুইটার

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
নতুন সাজে টুইটার

বিশ্বে ব্লগমাধ্যম হিসেবে টুইটারের জনপ্রিয়তা বাড়ছেই। বয়সে কোঠায় ছয়ে পড়েছে টুইটার।

সঙ্গে আছে ১৪ কোটি সক্রিয় গ্রাহক। তাই নতুন ভাবনায় কাজ করছে টুইটার। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সানফ্রানসিসকোভিত্তিক এ ব্লগ প্রতিষ্ঠান প্রতিনিয়তই নিজেকে বদলে নিতে কাজ করছে। সব মিলিয়ে মাত্র ১৪০ শব্দের এ ব্লগমাধ্যম শুরুতে বিতর্কের খোরাক হলেও নিজেকে সফল প্রমাণ করেছে অল্প সময়ের ব্যবধানেই।

তবে খানিকটা ঢিমেতাল আসলেও গত ডিসেম্বরে নিজেকে নতুন সাজে সাজিয়েছে টুইটার। আর এ সুফলও মিলল হাতেনাতেই। এ মুহূর্তে নিবন্ধিত সদস্য সংখ্যা ৩৪ কোটি। গত সেপ্টেম্বর থেকে গ্রাহক বৃদ্ধিতে ৪০ ভাগ সাফল্য ঘরে তুলেছে টুইটার।

আর নতুন অবয়বে শুধু দৃষ্টিনন্দন ফিচার নয়, বরং গতিতেও এসেছে অপ্রত্যাশিত সাফল্য। গত চার-পাঁচ মাসের তুলনায় এখনকার টুইটার অনেক বেশি গতিশীল। সঙ্গে টাইমলাইন ফিচারের বৈচিত্র্যপূর্ণ দাপট।

অন্যদিকে সক্রিয় ভূমিকায় টুইটার এখন পুরোপুরি নতুন উদ্যোমে কাজ করছে। আর সাফল্যও তাই টুইটারের প্রতি অবিচার করবে না বলেই বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন। অপেক্ষা তাই নতুন সমীকরণের, নতুন অর্জনের।

বাংলাদেশ সময় ২২০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।