ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি এস-৩ তথ্য ফাঁস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

এ মুহূর্তে স্যামসাংয়ের প্রকাশিতব্য গ্যালাক্সি ‘এস-৩’ মডেলের ছবিসহ বেশ কিছু তথ্য ফাঁসের গুজব উঠেছে। এ মুহূর্তে পুরো বিশ্বই গ্যালাক্সি এস-৩ নিয়ে উন্মাদ হয়ে আছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সাইটটি স্যামসাংয়ের অফিসিয়াল প্রেস ইমেজ এবং এ পর্যন্ত তাদের পুরো পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে।

এদিকে ওয়েবসাইটটি দৃঢ়ভাবে জানিয়েছে, স্যামসাংয়ের আসন্ন পণ্যটি ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর সিপিইউয়ে পরিচালিত। এর ৪.৭ ইঞ্চি পর্দা সুপার অ্যামোলেড প্লাস প্রযুক্তিতে তৈরি। এর পিক্সেলের গঠন ১২৮০ বাই ৭২০। তবে র‌্যাম ১জিবি বলে অনুমান করা হচ্ছে।

এ ছাড়া তথ্য ধারণক্ষমতা ৩২ জিবি, মূল ক্যামেরা ১২ এমপি, সম্মুখের ক্যামেরা ১.৩ এমপি, আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং এনএফসি। আর পরিমাপ লম্বা ৫.২ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং বেধ ৮ মিলিমিটার।

এটি গুগলের সবশেষ অপারেটিং অ্যানড্রইড ৪.০ নিয়ন্ত্রিত। আগামী ২২ মে পণ্যটি প্রকাশ করার সম্ভাবনা আছে বলে সংবাদমাধ্যম সূত্রগুলো জানিয়েছে। তবে এ খবরের সত্যতা স্বীকার করেনি নির্মাতাপ্রতিষ্ঠান।

বাংলাদেশ সময় ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: সিজারাজ জাহান মিমি, নিউজরুম এডিটর/সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।