ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন চমকে নকিয়া

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
নতুন চমকে নকিয়া

মোবাইল জায়েন্ট নকিয়া তার ভক্ত ও গ্রাহকদের জন্য এনেছে নতুন চমক। নকিয়ার আগামী পণ্যগুলো দারুণ উপভোগ্য হবে।

নকিয়া সুত্র মতে, সি৫-০৫, সি৫-০৩, ৫০০, ৬০৩ এবং ৭০১ মডেলের উপযোগী অ্যাপ ও গেমগুলো ব্যবহারকারীদের জন্য পছন্দনীয় এবং দামি।

এ মুহূর্তে কারও যদি এ মডেলগুলো কেনার ইচ্ছা থাকে তাদের জন্য এখন সুসময়। তথ্য অনুযায়ী, নতুন ব্যবহারকারীরা অফারগুলো ডাউনলোড করতে পারবেন। সঙ্গে আগের ব্যবহারকারীরাও একই সেবা উপভোগ করতে পারবেন।

গেমস চমকে থাকছে ‘ইএ স্পোর্টস’ যার টাইটেলগুলো- ফিফা’১২, ইএ ক্রিকেট’১১, টাইগার উডস পিজিএ টাওয়ার’১১, টেক্কেন, মিডেল অব অনার এবং নিড ফর স্পিড। অন্য গেমগুলো হচ্ছে মনোপলি, ফিফা’১১, ফ্লাইট কন্ট্রোল, জুমার রিভেঞ্জ এবং হার্ড রক কালেকশন।

গেম ছাড়া অন্য সব প্রয়োজনীয় অ্যাপসগুলো নকিয়া সি৫-০৫ এবং নকিয়া সি৫-০৩ মডেল ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এর অন্তুর্ভূক্ত অ্যাপসগুলো এসএমএস সিডিউলার, এসএমএস স্প্যাম ম্যানেজার, কল রেকর্ডার, কন্টাক্টস হাইডার এবং মেসেজ হাইডার।

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: সিজারাজ জাহান মিমি, নিউজরুম এডিটর/সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।