ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লজিটেক ডিলার মিট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

ঢাকা, রংপুর ও খুলনায় লজিটেক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সম্মেলনে ঢাকার ৬০ জন, খুলনার ৬৫ জন এবং রংপুরের ৮০ জন স্থানীয় ডিলার অংশগ্রহণ করে।



লজিটেক ব্র্যান্ডের নানান বৈশিষ্ট্য, ক্রম উদ্ভাবন এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে আলোচনা করেন লজিটেক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন কমপিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক এইচ এম ফয়েজ, সহকারী পণ্য ব্যবস্থাপক (লজিটেক) জিয়াউল হুদা হিমেল, ব্যবসায় ব্যাবস্থাপক (বিপণন) তারেকুল হক, আরিফুল ইসলাম সঞ্জীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিটি অনুষ্ঠানেই লজিটেক পণ্যের টাচ অ্যান্ড ফিলের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ছিল। এ পর্বে লজিটেকের বিভিন্ন বিষয়ে সঠিক উত্তর দেওয়ায় উপস্থিত ডিলারদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময় ২১৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।