ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে করোনাবিধি শিথিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
চীনে  করোনাবিধি শিথিলের ইঙ্গিত

চীনে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যেই দেশটির সরকার করোনার বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে।

 গত কয়েকদিন ধরে চীনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে।  

গত সপ্তাহে একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ভবনটি কোভিডবিধির আওতায় থাকায় তারা বের হতে পারেননি বলেই অনেকের বিশ্বাস। এই বিক্ষোভ চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।  

চীনের উপ-প্রধানমন্ত্রী সান চুনলানের একটি ঘোষণার পর বিধিনিষেধ শিথিলের ঘোষণা এলো। তিনি এর আগে বলেছিলেন, দেশ এখন নতুন পরিস্থিতির সামনে। ওমিক্রন ভাইরাস দুর্বল হয়ে পড়ায় মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

গুয়াংঝৌর বিভিন্ন অংশ থেকে লকডাউন তুলে নেওয়ার পর সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লিজিন হং বলেন, শহরটি আগের মতো হতে একটু সময় লাগবে। আবারও গুয়াংঝৌ শহরকে দেখতে অসাধারণ লাগবে।  

বুধবার চীনে ৩৬ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। গত কয়েক দিনে দৈনিক শনাক্তের সংখ্যা বাড়ছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দৈনিক এত শনাক্ত দেখেনি চীন।  

সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।