ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে নিহত প্রত্যেক সেনার স্বজনরা পাচ্ছেন ৫০ লাখ রুবল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ইউক্রেনে নিহত প্রত্যেক সেনার স্বজনরা পাচ্ছেন ৫০ লাখ রুবল

ইউক্রেন যুদ্ধে যে সৈনিকরা নিহত হয়েছেন, তাদের পরিবার অর্থ সহায়তা পেতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশে সই করেছেন।

 

সৈনিক পরিবারগুলোকে ৫০ লাখ রুবল (৬৮ হাজার ৮০০ ডলার) দেওয়ার কথা উল্লেখ রয়েছে ওই আদেশে।  

আদেশে রুশ সৈন্য, নিরাপত্তা বাহিনী ও তাদের পরিবারের জন্য বাড়তি সামাজিক নিশ্চয়তার বিষয়েও বলা হয়েছে। রাশিয়ান লিগ্যাল ইনফরমেশন এজেন্সির ওয়েবসাইটে এই আদেশটি প্রকাশিত হয়েছে।

যুদ্ধে আহত হয়েছেন কিংবা যুদ্ধে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, এমন সৈনিকদের তিন মিলিয়ন রুবল (৪১ হাজার ৩০০ ডলার) দেওয়া হবে।  

এই সিদ্ধান্তটি আদেশ সইয়ের তারিখ থেকে কার্যকর হবে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের শুরু থেকে হতাহত সৈন্যদের পরিবারগুলো সহায়তা পাবে।

সূত্র: আনাদুলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।