ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের গণিত পড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ইংল্যান্ডে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের গণিত পড়তে হবে

ইংল্যান্ডে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের গণিত পড়তে হবে। এমন পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের।

বিবিসি।  

২০২৩ সালের প্রথম ভাষণে অগ্রাধিকার ভিত্তিতে নিজের নানা পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য সেবা ও বিভিন্ন সংকট নিয়ে তিনি কথা বলবেন।   

জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত সংকট ও ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নিয়ে যুক্তরাজ্য সরকার চাপে রয়েছে।  

সুনাক চাইবেন তার ভাষণে যোগ্যতা প্রমাণ করতে চাইবেন। পাশাপাশি তিনি গত বছরের শেষ দিকের রাজনৈতিক অস্থিরতা থেকে সামনে এগিয়ে যাওয়ার ধারণা দেবেন তিনি।  

ভাষণে সুনাক যুক্তরাজ্যের জন্য নিজের দৃষ্টিভঙ্গিতে প্রসারণ আনবেন বলে আশা করা হচ্ছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনএইচএস সংকট মোকাবিলায় তিনি এর দায়িত্ব নিতে পারেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।