ইসরায়েলের জেলে দীর্ঘ প্রায় ৪০ বছর বন্দি থাকার পর ফিলিস্তিনের নাগরিক করিম ইউনিস ছাড়া পেয়েছেন। খবর আল জাজিরা।
দেশটির কারা কর্তৃপক্ষ তেল আবিবের উত্তরের হাদারিম জেল থেকে ৬৬ বছর বয়সী ইউনিসকে বৃহস্পতিবার ভোরে মুক্তি দেয়।
১৯৮৩ সালে ইউনিস গ্রেফতার হন। ইসরায়েলের আদালত তাকে এই সাজা দেয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এর তিন বছর আগে গোলানে ইসরাইয়েলি এক সৈন্যকে হত্যা করেন।
ইউনিস ছাড়া পেয়ে ফিলিস্তিনের আরা গ্রামে আসেন। তার স্বজন ও বন্ধুরা সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ছাড়া পাওয়ার পর ইউনিস আল জাজিরাকে বলেন, পৃথক পুলিশের গাড়িতে করে তাকে পথে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে তিনি এক পথচারীর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
আরএইচ