ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্রমণকারীদের জন্য চীনে আর কোয়ারেন্টিন নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ভ্রমণকারীদের জন্য চীনে আর কোয়ারেন্টিন নেই

বিশ্বের অন্যান্য দেশের ভ্রমণকারীদের জন্য চীনে কোয়ারেন্টিন আর নেই। করোনা দেখা দেওয়ার পর থেকে শূন্য কোভিড নীতির আওতায় দেশটিতে নানা নিয়ম জারি ছিল।

সম্প্রতি চীনে বিক্ষোভের মুখে চীনের সরকার করোনাবিধিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনে। যদিও দেশটি করোনা সংক্রমণ বাড়ছেই। বিবিসি।

চীনে ভ্রমণকারীদের অবশ্য ভ্রমণের আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষায় নেগেটিভ থাকার প্রমাণ দেখাতে হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক চীনা নাগরিক।  
 
গেল মাসে চীনের ন্যাশনাল হেলথ কমিশন ঘোষণা দেয়, ৮ জানুয়ারি থেকে করোনা দেশটিতে বি গ্রেডের সংক্রমণযোগ্য রোগ হিসেবে বিবেচিত হবে। সে সময় জানানো হয়, এই দিন থেকে কোয়ারেন্টিন থাকবে না।   

২০২০ সালের পর থেকে এই পর্যন্ত দেশটিতে বাইরের কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের মধ্যে দিয়ে যেতে হতো। এর আগে কোয়ারেন্টিনের সময়সীমা সর্বোচ্চ তিন সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ দিনে আনা হয়।   

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।