ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এখন কোথায়? 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এখন কোথায়? 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে পেটের ব্যথার জন্য ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।

বলসোনারোর সমর্থকদের ব্রাজিলের রাজধানীতে সরকারি দফতরে তাণ্ডব চালানোর এক দিন পরই এই খবর পাওয়া গেল।

বিবিসি।  

সোমবার বলসোনারোকে ওরল্যান্ডোর কাছের একটি হাসপাতালে নেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
 
২০১৮ সালে ছুরিকাঘাতের পর থেকেই সাবেক প্রেসিডেন্ট নানা সময়ে পেটের ব্যথায় ভোগেন।  

সোমবার ইনস্টাগ্রামে মিশেলে বলসোনারো নিশ্চিত করেন যে, তার স্বামী পেটের অস্বস্তির জন্য পর্যবেক্ষণে রয়েছেন।  

সাবেক প্রেসিডেন্টের পরিবারের ঘনিষ্ট এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তার পরিস্থিতি উদ্বেগজনক নয়।

১০ দিন আগে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে যান বলসোনারো। গেল সপ্তাহে নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার নিকট ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।