ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ইউক্রেনে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া

রাশিয়া এখন ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ মন্তব্য করেছেন।

নিকোলাই পাত্রুশেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন। তিনি প্রাক্তন সোভিয়েত গুপ্তচর। ১৯৭০ এর দশক থেকে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি বলেন, ‘ইউক্রেনের ঘটনাগুলো মস্কো ও কিয়েভের মধ্যে সংঘর্ষ নয়। এটি রাশিয়া ও ন্যাটো এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যকার একটি সামরিক সংঘর্ষ। ’

পাত্রুশেভ আর্গুমেন্টি আই ফ্যাক্টি সংবাদপত্রকে বলেছেন, ‘পশ্চিমাদের পরিকল্পনা রাশিয়াকে আলাদা করা। শেষ পর্যন্ত দেশটিকে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে ফেলা। ’

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।