জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখে বাফিন নামে একটি সংস্থা। এটি সোমবার (১০ জানুয়ারি) জানিয়েছে, ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের ওপর হামলা চালাচ্ছে।
ম্যালওয়্যারটি অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের মূল ওয়েবসাইটের বদলে এর মতো করে সাজানো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়।
ব্যবহারকারীদের কাছে দেখতে সেটা মূল ওয়েবসাইটই মনে হয়। ফলে ব্যবহারকারীরা সেখানে নিশ্চিন্তে তথ্য দিয়ে লগ ইন করতে চান। আর সেই তথ্য সাইবার অপরাধীদের কাছে চলে যায়।
‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে এই ম্যালওয়্যার ‘পুশ নোটিফিকেশনও’ পাঠিয়ে থাকে। ব্যবহারকারীদের ডিভাইসে গডফাদার ম্যালওয়্যার কীভাবে প্রবেশ করছে, সেই বিষয়ে কিছু জানায়নি বাফিন।
সূত্র: ডয়েচে ভেলে
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ