ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে দিলেন পুতিন জেনারেল গেরাসিমভ

ইউক্রেন অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

বিবিসি

সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন।   

পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনি যখন সেখানো আক্রমণ চালানো হচ্ছে বলে ঘোষণা দিল, ঠিক সেই সময়েই অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনলেন পুতিন।  

গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।

জেনারেল গেরাসিমভ তার পদে রয়েছেন ২০১২ সাল থেকে। সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করলেন।

নৃশংশ কৌশলের জন্য জেনারেল আরমাগেডন নামে পরিচিত সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে কাজ করবেন।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।