ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের

টেকজায়ান্ট মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাই করবে। বুধবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

 

রয়টার্স জানিয়েছে, ২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে মাইক্রোসফট এই কর্মীদের ছাঁটাই করবে।  

অর্থনৈতিক মন্দা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। ঠিক এই মুহূর্তে কর্মী ছাঁটাইয়ের এমন ঘোষণা দিল মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, ছাঁটাই ও খরচ হার্ডওয়্যার-পোর্টফোলিও এবং অন্যান্য পরিবর্তন ২০২৩ সালের দ্বিতীয় কোয়ার্টারের খরচে প্রভাব ফেলবে। এটি প্রতি শেয়ারের লাভের ক্ষেত্রে ১২ সেন্টের নেতিবাচক প্রভাব চিত্রিত করছে।

গেল বছরের জুলাইয়ে মাইক্রোসফট বলেছিল, কিছু সংখ্যক কাজ বাদ দেওয়া হচ্ছে। গত অক্টোবরে অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছিল, বেশ কয়েকটি বিভাগ থেকে এক হাজার কর্মীকে বাদ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮ , ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।