নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টি বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলে নতুন নেতা হিসেবে ক্রিস হিপকিন্সকে বেছে নিয়েছে। তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন।
৪৪ বছর বয়সী হিপকিন্সই প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র মনোনীত ব্যক্তি। রোববার তার দলের এক বৈঠকে তাকে বেছে নেওয়া হয়।
গেল বৃহস্পতিবার হঠাৎই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। সেদিন তিনি বলেন, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তার ঝুলিতে আর কিছুই নেই।
নিয়োগের খবর ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, এটি আমার জীবনে সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। আমার সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তাতে আমি উজ্জীবিত ও উদ্দীপ্ত।
করোনা মোকাবিলার জন্য চিপ্পি নামে পরিচিত হিপকিন্সের সুনাম রয়েছে। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টের জন্য নির্বাচিত হন। ২০২০ সালের জুলাইয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
সংবাদ সম্মেলনে হিপকিন্স উপ-প্রধানমন্ত্রী হিসেবে কারমেল সেপুলোনির নাম ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএইচ