ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান সংগৃহীত ফাইল ছবি

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

 

রোববার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ইসলামাবাদ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি এবং অন্যান্য এলাকায় কম্পন অনুভূত হয়।

এর আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে। সেখানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরও ৮ শতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার পশ্চিম আজারবাইজান প্রদেশের খয় শহরে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের ৭০টি গ্রামে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযানে নেমেছিলেন উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ