ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আট জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ‘এল ভেনাদিটো’ নামক নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে এমনটি বলা হয়েছে।

এএফপি বলছে, এসময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। বন্দুকের গুলিতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।