ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডিত আসারাম বাপু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডিত আসারাম বাপু আসারাম বাপু

স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে মঙ্গলবার গান্ধীনগরের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।  

২০১৩ সালে এক নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই মামলায় দণ্ডিত হলেন তিনি।

এদিকে আসারামের বয়স বর্তমানে ৮১ বছর। তিনি বর্তমানে যোধপুর জেলে রয়েছেন। ২০১৩ সালে রাজস্থানে নিজ আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা আরেক মামলায় জেল খাটছেন তিনি।

সেশন আদালতের বিচারক ডি কে সোনি সাজার পরিমাণের ওপর যুক্তিতর্ক শেষে আদেশ পড়ে শোনান।  

২০০১-২০০৬ সাল পর্যন্ত সুরাটের এক নারী আহমেদাবাদের কাছে মোতেরায় আসারামের আশ্রমে থাকতেন। সেই সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।  

পরে ২০১৩ সালে মামলা করেন এই নারী। সেই মামলায় সোমবার দোষী সাব্যস্ত হন আসারাম।

এই মামলায় আদালত আসারামের স্ত্রী লক্ষ্মীবেন, কন্যা ও আরও চার শিষ্যসহ ছয়জনকে খালাস দিয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।