ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আদানিকাণ্ডে ‘নড়ে গেল’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আদানিকাণ্ডে ‘নড়ে গেল’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

গৌতম আদানির সংস্থার ধাক্কায় ‘নড়ে গেল’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বৃহস্পতিবার রাতে বাজার খোলার কিছুক্ষণ পর আদানি গোষ্ঠীর শেয়ার দরের পতন হতে শুরু করে।

এর প্রভাব পড়ে ডাও জোন্স সূচকেও।

শুক্রবার শেয়ারবাজারে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দর ১০ শতাংশ পড়ে যায়। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস (যার ৩৭ দশমিক ৪ শতাংশ শেয়ার ফরাসি সংস্থা টোটাল এনার্জির হাতে) এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার কেনাবেচা সাময়িকভাবে স্থগিত করা হয়।

পরে ফের তা চালু হলেও পতন ঠেকানো যায়নি। সামগ্রিকভাবে আদানিদের ওই সংস্থাগুলোর শেয়ার দর পড়েছে ৫ শতাংশেরও বেশি। এর অভিঘাতে ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে পতন ঘটে ডাও জোন্স সূচকে।

গত সপ্তাহে হিনডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। গত এক সপ্তাহে দেশের বাজারে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি আদানির সংস্থা।

এই পরিস্থিতিতে বুধবার রাতে আদানি এন্টারপ্রাইজেস ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত করার কথা ঘোষণা করায় সঙ্কট আরও গভীর হয়েছে।

এ পর্যন্ত বাজারে আদানি গোষ্ঠীর সম্পদ ১০ হাজার কোটি ডলারেরও (প্রায় ৮ লাখ ২২ হাজার কোটি রুপি) বেশি কমে গিয়েছে। গত সপ্তাহেও বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আদানি ছিলেন তৃতীয় স্থানে। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার এই তালিকায় আদানির অবস্থান ১৬ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।