ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো প্রতিদিনই রাশিয়ার সঙ্গে শত্রুতা দেখাচ্ছে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ন্যাটো প্রতিদিনই রাশিয়ার সঙ্গে শত্রুতা দেখাচ্ছে: ক্রেমলিন

ন্যাটো প্রতিদিনই রাশিয়ার সঙ্গে শত্রুতা দেখাচ্ছে। ক্রমেই আরও বড় পরিসরে সংঘাতে জড়াচ্ছে।

ক্রেমলিন এমনটিই বলছে- জানিয়েছে আল জাজিরা।  

মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ন্যাটো এমন একটি সংগঠন, যেটি আমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন। সংগঠনটি প্রতিদিনই এই শত্রুতা প্রমাণ করে যাচ্ছে।

তিনি বলেন, স্পষ্টতই ইউক্রেন সংঘাতে জড়াতে সংগঠনটি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।  

রাশিয়া বলছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা ন্যাটো দেশগুলো সংঘাতকে বড় করছে এবং ভবিষ্যৎ উত্তেজনার শঙ্কা বাড়াচ্ছে।  

ইউক্রেন সরকার ও পশ্চিমারা বলছে, ইউক্রেনের নিজের নিরাপত্তা নিশ্চিতকরণে এই অস্ত্র সরবরাহ বেশ গুরুত্বপূর্ণ।  

রাশিয়া যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছে: ন্যাটো

ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেছেন, ইউক্রেন যাতে প্রয়োজনমতো অস্ত্র পায় তা ন্যাটোকে নিশ্চিত করতে হবে। পুতিন শান্তির প্রস্তুতি নিচ্ছেন না, বরং তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন।  

ন্যাটোপ্রধান বলেন, আমরা কোনো লক্ষণ দেখছি না যে, পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যা দেখছি তা হলো বিপরীত। নতুন নতুন প্রতিরোধ, নতুন নতুন আক্রমণ দিয়ে তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন।

ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মঙ্গলবার আলোচনায় বসছেন ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।