ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব বিবেকের প্রতি ‘অপমান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব বিবেকের প্রতি ‘অপমান’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের প্রতি ‘অপমান’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রায় এক বছর পর অনুষ্ঠিত হওয়া সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ নিন্দা জানান।

সাধারণ পরিষদে গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার এই আক্রমণ আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি বলেন, যুদ্ধটি আঞ্চলিক অস্থিতিশীলতা ও বৈশ্বিক উত্তেজনা বাড়াচ্ছে। একইসঙ্গে অন্যান্য সংকট থেকে বিভিন্ন সংস্থার মনোযোগ সরিয়ে দিচ্ছে।

তিনি বলেন, এখনই সময় এসেছে এই যুদ্ধ থেকে সরে আসার। কারণ এটি সনদে ঘোষিত নীতিগুলোকে ক্ষয় করার পাশাপাশি সংকটকে আরও গভীর করবে।

যুদ্ধ সমাধান নয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেনের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউক্রেনীয়, রাশিয়ান ও বিশ্বের সব মানুষের শান্তি প্রয়োজন।

এদিকে সাধারণ পরিষদের বৈঠকে ক্রেমলিন পশ্চিমাদের অভিযুক্ত করেছে। তারা বলছে, ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যেকোনো মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায়।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।