ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘রুশ আগ্রাসনে শৈশবের অনেক বন্ধুকে হারিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
‘রুশ আগ্রাসনে শৈশবের অনেক বন্ধুকে হারিয়েছি’

ইউক্রেনীয় সৈন্য কিরিলো বোরিসেনকো। বয়স ২৩।

রাশিয়ার আগ্রাসনে তিনি শৈশবের অনেক বন্ধুকে হারিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ‘যুদ্ধে অনেক মানুষ নিহত হয়েছে। অনেক রক্ত ঝরেছে। ’

‘অনেক মানুষ তাদের কাজ হারিয়েছে। নিত্যপণ্যের দাম ও মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া বেড়েছে। এমনকি দেশ দেউলিয়াও হতে পারে’- তিনি যোগ করেন।

এতকিছুর পরও ইউক্রেনকে ভাঙা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু ইতিবাচক বিষয় হচ্ছে- লোকজন সংঘবদ্ধ। তাদের মধ্যে একটা আছে। তারা একে অপরের পাশে দাঁড়াচ্ছে। ’

তিনি বলেন, ছেলেরা (ফ্রন্টলাইনে) লড়াই করছে। বেসামরিক লোক, তারা তাদের সাহস ও শক্তি দেখিয়েছে।

বোরিসেনকো আশা করেন এক বছরের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত যে জয় আমাদেরই হবে।

রাশিয়ানদের অনুপ্রেরণার অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের পর্যাপ্ত সাহসও নেই। ২০১৪ সাল থেকেই আমি রাশিয়া ঘৃণা করি। আমি চাই না, রাশিয়ার মতো প্রতিবেশী পৃথিবীর কোনো দেশের থাকুক।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।