ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে জয়ের প্রতিজ্ঞা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
রাশিয়ার বিরুদ্ধে জয়ের প্রতিজ্ঞা জেলেনস্কির

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়ার প্রতিজ্ঞা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিজ্ঞা করেন।

জেলেনস্কি বলেন, ‘আমরা পরাজিত হইনি, সহ্য করে যাচ্ছি। আর এই বছরের মধ্যে যুদ্ধে জয় পেতে আমরা যেকোনো কিছু করব। ’

‘ইউক্রেন বিশ্বকে অনুপ্রাণিত করেছে। ইউক্রেন বিশ্বকে একত্রিত করেছে। রাশিয়ান খুনিদের প্রাপ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কখনই বিশ্রাম নেব না। ’

গত বছরের আজকের দিনে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে হিসাবে আজ এই যুদ্ধের এক বছর পূর্ণ হলো। যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক, দুই পক্ষের হাজারো সৈনিক নিহত হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিতে কিয়েভ সফর করেন। তার এই গোপন এই সফরটি বিশ্বকে অবাক করে দিয়েছিল।

যুদ্ধের বর্ষপূর্তিতে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এক বছর পরেও কিয়েভ দাঁড়িয়ে আছে, ইউক্রেন দাঁড়িয়ে আছে। ’

টুইটারে বাইডেন বলেন, ‘গণতন্ত্র দাঁড়িয়ে আছে। আমেরিকা...এবং বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।