ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতা কমাতে একমত ইসরায়েল-ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সহিংসতা কমাতে একমত ইসরায়েল-ফিলিস্তিন

সংঘাত-সহিংসতা কমানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল সরকার ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এটি বাস্তবায়নে যৌথ প্রতিশ্রুতিও ঘোষণা করেছে উভয়পক্ষ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) আকাবায় বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানান।

তারা বলেছেন, ‘সহিংসতা প্রতিরোধে ইসরায়েল ও ফিলিস্তিন ঘনিষ্ঠভাবে কাজ করবে। ’ এসময় তারা উত্তেজনা কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

জর্ডানে অনুষ্ঠিত হওয়া এই বিশেষ বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন ছাড়াও যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেষে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ তিন থেকে ছয় মাসের জন্য ‘একতরফা পদক্ষেপ বন্ধ করতে অবিলম্বে কাজ করার জন্য যৌথ প্রস্তুতি ও প্রতিশ্রুতির’ ওপর জোর দিয়েছে।

উভয়পক্ষ আগামী মার্চে আবার বৈঠক করতে সম্মত হয়েছে।

বেশ কিছুদিন ধরেই ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে নানা এলাকায় থেমে থেমে সহিংসতা চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানগুলো কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনিরা।

জর্ডানের আকাবায় অবস্থিত রেড সি রিসোর্টের বৈঠকে এই উত্তেজনা প্রশমনের ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।