ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রঙ্কাইটিসে আক্রান্ত সোনিয়া হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
ব্রঙ্কাইটিসে আক্রান্ত সোনিয়া হাসপাতালে

ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তাকে বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩ মার্চ) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে প্রভাবশালী এ রাজনীতিবিদের অবস্থা এখন স্থিতিশীল।

দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, স্যার গঙ্গা রাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরূপ বসু ও তার টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী।

হাসপাতালের চেয়ারম্যান ডা. ডি এস রানা এক বিবৃতিতে জানিয়েছেন, জ্বর সংক্রান্ত সমস্যা সোনিয়া গান্ধী ভর্তি হন। তার অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা হওয়ায় জানুয়ারি মাসে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।