ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই ব্যাংক ধসের পর জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
দুই ব্যাংক ধসের পর জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের ধসের পরও আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ- এই আশ্বাস দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।  

তাতক্ষণিকভাবে তার প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, ভাষণে তিনি সেসব তুলে ধরেন।

খবর সিএনএন।

তিনি জানান, আজ থেকেই গ্রাহকরা তাদের লেনদেন চালিয়ে যেতে পারবেন। দেশজুড়ে ক্ষুদ্র ব্যবসাও এর সঙ্গে যুক্ত। করদাতাদের কোনো ক্ষতি হবে না। ব্যাংকগুলো আমানত বিমা তহবিলে যে ফি দেয়, তা থেকে অর্থ আসবে।  
 
বাইডেন বলেন, এফডিআইসি যদি ব্যাংক নিয়ে নেয়, যারা ব্যাংক পরিচালনা করে, তারা আর করবে না।

ব্যাংকে বিনিয়োগকারীরা নিরাপদ নন। এই নিয়ে তিনি বলেন, তারা জেনেশুনে ঝুঁকি নেন। যখন তা শোধ হয় না, তখন বিনিয়োগকারীরা অর্থ হারান। পুঁজিবাদ এভাবেই কাজ করে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।