ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোয় নেমে শি বললেন, এই সফর সম্পর্কে ‘নতুন গতি’ দেবে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মস্কোয় নেমে শি বললেন, এই সফর সম্পর্কে ‘নতুন গতি’ দেবে ফাইল ছবি

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি রাশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর।

 

তিনি বলছেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি দেবে। খবর আল জাজিরা।

সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিশেষ একটি উড়োজাহাজে শি জিন পিং রাশিয়ায় পৌঁছান।

মস্কো বিমানবন্দরের রানওয়েতে তিনি রাশিয়ার সরকারি গণমাধ্যমসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শি সাংবাদিকদের বলেন, আমি আত্মবিশ্বাসী, এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ার সুস্থ ও স্থিতিশীল সম্পর্কে নতুন গতি দেবে।  

তিনি চীন ও রাশিয়াকে ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দেন।

রাশিয়া ও চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক যখন যেকোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ, তখনই শি মস্কো সফর করছেন।  

প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং বৈঠকে তেল, সামরিক খাতে কৌশলগত সহযোগিতা ও ইউক্রেন ইস্যুতে কথা বলতে পারেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩ 
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।